নীরবে নিভৃতে করেছ নিজেকে তিলে তিলে শেষ,
ভেবো না অভিমানী তোমায় ভুলে সুখে আছি বেশ।
আমি আজও পুষে রাখি সেই পুরানো দিনের স্মৃতি,
খুঁজে ফিরি সদা এখানে সেখানে ছড়ানো তোমার কৃতি‌।
এসো হে বন্ধু সেই বকুল তলায় এসো আরেকটি বার,
ফেলে দাও যত বাঁধা ,বিবাদ, খুলে দাও প্রণয়ের দ্বার।
তুমি ফিরে এসো এই মরুর বুকে, ফিরে এসো হে গ্রীতি,
আমি একান্তে সেথায় খুঁজে ফিরি পুরানো দিনের স্মৃতি।
তুমি ফিরে এসো হে ফাগুনের হাওয়ায় শীতল করে মন,
যেমন করে সখারে ডাকিতে পাখিরা করে  মধুর কূজন ।
তুমি ফিরে এসো হে বসন্ত কোকিল শোনাবে মোরে গান,
যেমন করে দু'জনে মিলে শুনতাম নদীর কলতান।
তুমি ফিরে এসো হে প্রেম শ্রাবণী মেঘের কাঁধে করে ভর,
আঁধারে ঢাকা আমার এ শহরে বইছে তুফান, ঝড়।
এসো হে বন্ধু, এসো ঝেরে মুছে সব নতুন করে বাঁচাতে,
তুমি এসো দুঃখের সায়রে সুখের তরী ভাসাতে।
প্রেমিক হৃদয় ভুলিবার নয় সখা এসো আরেকটি বার,
চল প্রেমের নগরীতে ফের নতুন করে বাঁচবো আবার।