ණ মানুষ;
স্বীয় স্বার্থে'র ঘোরে
দুর্বলকে লাথি মেরে
তুচ্ছ ধন নেয় কেড়ে,
                 স্বীয় গোলা করে ভারি।
ණ মাত্রই ;
দু'দিনের দুনিয়ায়
সব কিছু ভুলে হায়!
সে অলীক কল্পনায়
                 চিনেছে শুধুই টাকা- কড়ি।  
    
ණ মৃত্যুর;
বাণী নাই স্মরণে
ব্যস্ত গোলা পূরণে
মর্ত্য মোহের কারণে
               আজি সে ভুলিছে সুবিচার।
ණ স্বাদ ;
মিটাতে মনুষ্য প্রাণ
অহমে সে খরশান
ভুলিয়া স্বীয় জ্ঞাণ
                   করে সে গরীবে অনাচার।


ණ গ্রহণ;
করিছে কাঙালের ধন
জোর করে মহাজন
সম্পদ করেছে হরণ
               অভাগা কাঁদে ক্ষুধার ঘোরে।
ණ করিবে;
কে তাদের উদ্ধার
আছে শুধু হাহাকার
কী উপায় হবে তার?
                 কেহ নাই কি তাদের তরে?