চাল নাই, ডাল নাই,
গরীবের কিছু নাই,
                      জীবন টা কষ্ট।
ত্রাণের বন্টন,
হয়ে গেছে লুন্ঠণ,
                     সমাজ টা নষ্ট।
ঘরেতে বন্দি,
নাই কোন ফন্দি,
                   সব যেন হাহাকার।
যত মধ্যবিত্ত ,
চুপি কাঁদে নিত্য,
                  কাল কি হবে তার?
পেটে ক্ষুধার বীণ,
অভুক্ত তিন দিন,
               চোখে সব ঝাপসা।
নেতাদের ত্রাণ চুরি,
খুবই তো আহামরি,
                 দান নাকি ব্যাবসা?
কপাল টা মন্দ,
বিবেক তো অন্ধ,
              গরীবের কেউ নাই।
সেবা নয় ধান্দা,
অসহায় বান্দা,
            তাদের কি হবে ভাই?
হাঁক দেয় ভারি-ভারি,
দিবে বুঝি গোলা ভরি,
                      সরকারী অনুদান।
তবুও উপোসে মরি,
কোথায় সে টাকাকড়ি?
                      জবাব দে শয়তান।
নিঃস্ব, অসহায়,
করছে যে হায় হায়,
                আহাজারি শোনে কে?
বদমাশ হুঁশিয়ার,
গরীবের অধিকার,
                   বলছি, ফিরিয়ে দে।
সমাজের ময়লা
নরকের কয়লা
                      তোরা সব ভ্রষ্ট।
ব্যথা এই মর্মে
তোদেরই কর্মে
              আজি সমাজটা নষ্ট।