বাহ্ বাহ্ রাজা, কে দেবে সাজা?
করছ যাচ্ছে-তাই,
ওরে রক্ত পিচাশ করলি রে নাশ
গনতন্ত্রের ঠাঁই।
চারিদিকে ভয় করিতেছে লয়
কাঁপিছে ভীতুর দল,
প্রাণের মায়ায় গৃহের ছায়ায়
বন্ধী বাহুবল।
চিত্তে বেদন করুন রোদন
ক্ষেপিয়া উঠিছে আজ,
পেরিয়ে জীর্ণ করিতে চুর্ণ
লম্পটের ঐ তাঁজ।
ওরে জাতি ভুলে যা জ্ঞাতি
মোরা সব ভাই-ভাই,
মোদেরই জয় হবে নিশ্চয়
বল, অধিকার মোরা চাই।
নিভিল বাতি ভুগিতেছে জাতি
অসিল অন্ধকার,
কে দিবে আলো? মশাল জ্বালো
দামাল বাংলা মা'র।
ওঠরে দামাল দে রে সামাল
নিস্তার নাই আর,
আসবি কবে ভাঙ্গতে হবে
এ অধীন কারাগার।
যে জন কহে বিদ্রোহ নহে
ভদ্র আমি ভাই,
রাখরে পুতি তাহার ভীতি
নাই কাপুরুষের ঠাঁই।
বল নির্ভীক আমি দাম্ভিক
আমি নইতো কারো দাস,
তরুণ আমি হিংস্র আমি
চাই ভূ-স্বর্গবাস।