আজি শোন হে খোদা, এই মজলুমের ফরিয়াদ,
তোমার আদালতে যাচে সঠিক বিচার, এই উন্মাদ।
করিয়া তুমি সৃষ্টি দুনিয়ায়, আশরাফুল মাখলুকাত,
দিয়াছ বুদ্ধি, বিবেক, আহার ও নিবাস, কত সও-গাত।
আজি ক্ষমতার মোহে হারাইয়াছে ওরা, বুদ্ধি বিবেক সব,
কলহ-বিবাদের ভীষণ দাপটে, মম চিত্তে বেদনার উদ্ভব।
দেখ, গরীবের ঘাড়ে লাথি মারে সবে, নাই কোন প্রতিবাদ,
জনসেবায় মত্ত মহাজন, নিভৃতে র'চে শোষণের ফাঁদ।
দেখ রাজকোষ ফাঁকা, দুর্নীতি ভরা, রাজ্যের মহামারী,
যত শত খুন, ছিনতাই-রাহাজানি  জাহেলী'র সীমা ছাড়ি'।
আজি সাধু ,সন্ন্যাসী, ভন্ড পীরের দল সব হায়!
লোভ লালসায় কর্ম ভুলিয়া, অধর্ম করিয়া বেড়ায়।
দেখ, মানবাধিকার আর মানব সেবার নামে যত প্রহসন,
গরীবের তরে কেহ নাই ওরে, শুধুই যাচে প্রশংসন।
দেখ পাপ করিয়া পাপী, হইয়াছে দেশের মহান লায়েক,
নাস্তিক নিরন্তর দেশের দম্ভ, দেখিয়া ল'ও হে মালেক।
আজি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আছে নির্দোষ, নিষ্পাপ কয়েদি,
আর তন্ত্র-মন্ত্র কষে ছাড় পায়, ওই কুলাঙ্গার অপরাধী।
দেখ নিভৃতে কাঁদে অসহায় মজলুম, পায় না সুবিচার,
আজি লম্পট, বর্বর, খুনি পায় শান্তিতে নোবেল পুরস্কার।
আজি লাশের গন্ধে অনিদ্রায় ভুগি, চিত্ত ক্ষোভের ঘড়া,
সহ্যাতীত ব্যথা বুকে প্রভু, তোমার দুয়ারে নাড়ি কড়া।
ওরা নির্বিচারে করিল হনন কত নির্দোষ, অবুঝ প্রাণ,
বিচার দিলাম খোদা তোমার দুয়ারে, করিও দন্ডদান।