ණ পথিক! ;
তুমি এই পথ ধরে,
চলিছ অকাতরে,
গহীন আঁধারে,
          দিশা খুঁজে দিশেহারা নিজে।
ණ তুমি ;
কি দেখেছ ভেবে,
মনু পথিক ভবে,
সব ছাড়িতে হবে,
             'মৃত্যু' গোপন সৃষ্টি বীজে।
ණ পথ ;
চলিছ তুমি পথিক,
সময় নেই অধিক,
ঐ সমাপন দিক,
            সময়, স্রোত চির চলমান।
ණ হারাইয়াছ;
বুঝি পথের দিশা,
আসিলে বিদিশা,
বুকে বেঁধে আশা,
        ফিরে এসো, সুপথে কল্যাণ।