দেখেছি বহু প্রিয় জন মোর জীবনের ক্ষনে-ক্ষনে,
নিজের চেয়ে কেউ নয় অপন ক'জনে তা মানে?
দেখেছি কত বন্ধু, স্বজন মিষ্টি কথার রসে,
ভোলিয়ে মন আঘাত করে সুযোগ যখন আসে।
সামনে অতি তারিফ করে গিবত অগচরে,
সুখের দিনে কাছেই থাকে দুঃখের দিনে দূরে।
মুখের ভাষা মিষ্টি অতি দুষ্ট মনে নিড়ে,
ধাক্কা দিয়ে গুহায় ফেলে চায়না পেছন ফিরে।
চলার পথে বহু জন মিলবে তোমার সাথী,
চিনতে কভু করোনা ভুল কোনটা কয়লা, মতি।
যে বন্ধু, স্বজন যায়না দেখা তোমারই দুর্দিনে,
ভেবনা কভু আপন তাদের মুখটা রেখ চিনে।
এরা হলো দুধের মাছি প্রয়োজনে আসে,
স্বার্থ ফুরালে যায় হারিয়ে থকেনা আর পাশে।
ঝড়-তুফানে দাড়িয়ে আছে যারাই তোমার পাশে,
চেনা গেল অপন জনা পেলাম অবশেষে।
এরাই তোমার বন্ধু, স্বজন মনে রেখ গেথে,
আগলে রেখ ভালোবাসায় দিওনা হারিয়ে যেতে।
সবার চেয়ে আপন কে চিনতে কি চাও তাকে?
যে সদা তোমার শুভাকাংখী জীবনের বাঁকে-বাঁকে।
জীবনে যদি আপন বলতে মাত্র দু'জন থাকে,
সত্যি করে বলছি রে ভাই দেখ মা-বাবাকে।