ඉ হে বন্ধু,,,


তুমি যতই ঈর্ষা করো মোরে,
সতত রাখিবো প্রণয়ে ঘিরে।
যতই দাও অবজ্ঞা, ভর্ৎসনা,
বক্ষে লইব জড়ায়ে বঞ্চনা।
যতই গাল- মন্দ দাও মোরে,
প্রতিদানে "প্রণয়" লও ওরে।
এ বক্ষে নেই কোন বিদ্বেষ,
নেই কোন অভিযোগ লেশ।
যতই দাও মোরে অভিশাপ,
মোর নেই কোন পরিতাপ।
জড়ায়ে লইব সে শাপ খানি,
পা'বে মস্তকে শোভা সে' মণি।


ඉ হে সখা,,,
    
যত চাও, দাও মোরে অবহেলা,
সেথা ভাসিয়ে প্রণয়ের ভেলা;
জয় করিতে সতত হ'বো আকুল,
তার তরে হ'বো পুষ্প, বকুল।
দাও যদি মোরে বিষ ভরা বাণ,
সে বাণ লইতে বক্ষ করিব দান।
যত ক্ষোভ, ঘৃণা জন্মিল রোষে,
সব দাও মোরে, লইব তা হেসে।
যত দাও মোরে দুঃখ,কষ্টে ভরে,
ফুল সমেত আসিব তব দ্বারে।
যা'ই দাও মোরে লইব সবিনয়ে,
প্রত্যাৰ্পণ তবে শুধুই "প্রণয়ে"।
        
   ඉ হে ভ্রাতা,,,


তুমি যতই করো মোরে অপমান,
এই হৃদয়ে তোমার, চির সম্মান।
যতই দাও দূর দূর করে ঠেলে,
ফের আসিব প্রণয়ের দ্বার খুলে।
দাও যদি মোরে বিষাক্ত অপবাদ,
মোর দ্বারে তবু সদাই সাধুবাদ।
যদি দাও মোরে আঁখি ভরা জল,
তখনও প্রণয়ী থাকবে অবিচল।
তুমি দাও যদি মোর বক্ষ চিরে,
নাও যদি মোর সবকিছু কেড়ে।
তবু প্রার্থনা মোর, তোমার তরে,
সুখে থেকো প্রিয়, উল্লাসে ভরে।