আমি কোনো উৎসব করিনি 'মা',
মা-দিবসের ওই দিনে,
ক্ষমা করে দিও, এই অধম পুত্রকে
তুমি কষ্ট রেখ না মনে।
আমি চেয়ে চেয়ে দেখি বৃদ্ধাশ্রমে,
মূল্য নেই মায়ের অশ্রুর,
নিজ মাকে রাস্তায় ফেলে, লম্পট
গোলাম হয়েছে শ্বশ্রু'র।
কত  মায়ের  আর্তনাদ  শুনি  ওই
বৃদ্ধাশ্রম হতে রোজ,
আমি  সেই  মায়ের  জন্য  কাঁদি,
যার পুত্র রাখেনা খোঁজ।
সেই মায়ের জন্য রাত জাগি আমি,
সদা বিষণ্ণ হয়ে ভাবি,
অনাদরে  পড়ে   রইলেন  যে  মা,
মেটেনি যার দাবি।
আদর, যতনে আগলে রাখিল 'মা'
কত স্নেহের পরশে,
নিজ সুখ বিলায়ে সন্তানে, সব দুখ
ভোগ করিল হরষে।
সইতে পারিনা  দুখী  মায়ের  দুখ
বক্ষ হলো ক্ষতবিক্ষত,
সবাই হাসে আনন্দ উল্লাসে মেতে
আমি কেবল মর্মাহত।
যদি এমন হতো, কোন মা, বৃদ্ধাশ্রমে
পড়ে নেই অনাদরে,
নিজ সন্তানের হাতে মায়ের সেবা
মিলে অতি কদরে।
যবে থাকবেনা কোন মা অবহেলিত,
কাঁদবে না ওই চোখ,
হর্ষ চিত্তে করবে সেবা মায়ের সন্তান
থাকবেনা কোন রোখ।
বৃদ্ধাশ্রমগুলো হবে শূন্য একদম; ওই
দ্বার তালা বদ্ধ রবে,
সেদিন উৎসবে মেতে মহা উল্লাসে
"মা-দিবস" পালন হবে।