নদীর তীরে বসেছিলাম শুনতে নদীর গান,
শৈশব মোর জাগে মনে শুনে কলতান।
হাঠাৎ দেখি সাদা মেঘের ভেলার মত ভেসে,
বকের সারি বসলো ঘিরে নদীর তীরে এসে।
প্রকৃতির এই রাজ্য দেখে মন কিযে ভাবে,
স্মৃতির পাতা খুলে ফিরি আপনার শৈশবে।  
মনে পরে ঝিলের ধারে সাদা বকের ঝাঁক,
বসন্তেরই আগমনে কোকিলের সেই ডাক।
নদীর তীরে কাঁশ ফুল আর চম্পা পারুল বনে,
ফুলগুলো সব কুঁড়িয়ে নিতে জাগতো আশা মনে।
বর্ষা দিনে মেটো পথে যেতাম মোরা ছুটে,
হাওর বাওর মাঠ পেরিয়ে শাপলা যেথায় ফোঁটে।
সেথায় গিয়ে মন মাতিয়ে শাপলা নিতাম তুলে,
শাপলা ফুলের মালা বানিয়ে দিতাম সবে গলে।
রাখালিয়ার বাঁশের বাশির মধুর সুরে-সুরে,
মাতাল হাওয়ায় হরিয়ে যেতাম অনেক দূরে-দূরে।
রঙ্গিন রবির অস্ত দেখে ঘরে ফিরতাম সাঁঝে,
কোথায় গেল সেদিনগুলো পাইনা কোথাও খুঁজে।