'তারুণ্য'আমি দেখেছি ভাই বীর ডুবুরি'র মাঝে,
সাগর তলায় পাড়ি জমায় মণি মুক্তার খোঁজে।
ক্লান্তিহীন উৎসাহ আর অফুরান্ত যাহার আশা,
তাহার আলোয় উর্বী জ্বলে দিবা-অমানিশা।
তাহার তরে গান র'চে যাই গাইতে নব সুরে,
মৃত্যুকে পশ্চাতে ফেলিয়া যাহার উঠিল হিমাদ্রির ঐ চূড়ে।
চিত্ত যাহার গগন ছোঁয়া রক্তে শিখার তেজে,
ভুলোক্ ছাড়ি গিয়েছে ছুটে নব গ্রহের খোঁজে।
পবন গতিকে পশ্চাতে ফেলিয়া উড়িয়া যাইতে চায়,
ব্যাঘ্র, সিংহ, হিংস্র দানব পিষ্ট যাহার চরণ তলায়।
জরাজীর্ণ যাহারে দেখিয়া নিরুদ্দেশ হইয়া যায়,
পদাঘাতে যাহার ভাঙ্গে শৈল ঘটে মহাপ্রলয়।
জয় করিল গোটা বিশ্ব যাহারা উঁচু করিয়া শির,
অসম্ভব তাহাকে প্রণাম করিয়া আক্ষা দিয়েছে বীর।