কোথায় ওরে তরুণ তোরা__ওরে জাতির কর্ণধার
আর কতকাল থাকবি বেহুশ, ঘনিয়ে এল অন্ধকার।
কোথায় তরুণ জোয়ান স্ববল __রুদ্র মহা ভয়ংকর,
শান্ত শিষ্ঠ পিষ্ট কারায়____ অভাগাদের মুক্ত কর।
আয়রে তরুণ বরুণ তোরা____ দমিয়ে দিয়ে বর্বর
তরুণ তেজে দুনিয়া কাঁপে__ নরক কাপে থর-থর।
জেগে ওঠ তরুণরে তুই______তারুণ্য শক্তিতে,
অরুণ আলো ছড়িয়ে দে তুই ____মনুষ্য মুক্তিতে।
তরুণ ছোটে মারুতির বেগে___ ঘটিয়ে মহাপ্রলয়,
অবর কসুর দমিয়ে দিয়ে _____স্বর্গ করিতে জয়।
জ্বলে ওঠ্ তরুণরে তুই_____ আগ্নেয়গিরির মত,
তোর উত্তাপে চূর্ণ হবে_____ শাপ-অভিশাপ যত।
দুনিয়ার বুকে আছে যত ______অন্যায়-অবিচার,
রসাতলে পাঠিয়ে দে সব_____ করে দে চুরমার।
জালিম কারায় বন্ধি জাতিকে ___মুক্ত কর্ এবার,
ফিরিয়ে আন্ সে মুক্ত আলো__ আবনীতে আবার।
মারুত বেগে হিংস্র থাবায়___ অন্যায়ের প্রাসাদে,  
চূর্ণ কর ওই শাপ-অভিশাপ ___ন্যায়ের আশির্বাদে
ভেঙ্গে ফেলে দে আছে যত _____অবিচারের দ্বার,
মিলবে যেথায় সবার বেলায় __ইনসাফ-সুবিচার।