ডাকি হে জোয়ান, আমি গাই তারুণ্যের গান,
যাহার ছোঁয়ায় জাগিয়া ওঠে নিত্য নব প্রাণ।
আমি গাই রেনেসাঁর গান, আমি গাই সাম্যের গান,
শোন রে তরুণ-বরুণ ঈশান, শোন রে পাতিয়া কান।
নবীন তোরা নয়তো প্রবীন, প্রবীন সে তো জড়,
তোরা নয়তো তরু নয়তো ভিরু, তরুন হুশিয়ার !
তোরা দামাল, তোরা কামাল, তোরাই ভূ-তে বীর,
গাইছি যে তাই তোদেরই গান উচ্চ করিয়া শির।
তরুণ তোরা অম্বুদের ঐ কাঁপানো হুংকার,
তরুণ তোরা উর্বীর বুকে প্রতীক স্বাধীনতার।
উর্বী বুকে তরুণ তোরা জ্বলন্ত এক শিখা,
চেঙ্গিস, বেদুঈনের মাঝে পেয়েছি তার দেখা।
কেন থাকতে তরুণ উর্বী বুকে এত অবিচার?
কেন শ্রেনী ভেদে মানুষগুলো পায়না সুবিচার?
মাজলুমেরই আর্তনাদ আর ন্যায়ের হাহাকার,
দ্যাখ্ বঞ্চিত সুবিচারের বাণী, কাঁদিছে দ্বারে-দ্বার।
কেন স্বাধীন দেশের স্বাধীন জাতি পায়ানা অধিকার?
তবে কেন মিছে ঢাক বাজে, আজ নামে 'স্বাধীনতার'?
দ্যাখ্ চেয়ে দ্যাখ্ মানবতা আজ হয়েছে আড়াল,
চামারের অত্যাচারে পিষ্ট আজি, দরিদ্র, দূর্বল।
তরুণ কোথায়? ঘটা প্রলয়, মুক্ত কর্ এ ক্ষিতি,
তোদের পানে হেরি আজও, মুক্তি খোঁজে পৃথী।
আয়রে তরুন, বজ্র মুঠে জালিয়ে হুতাশন,
তোদের আলো দে ছড়িয়ে দেখুক আলো ভুবন।
তিমির বিদারী ডাকছে তোদের বাড়িয়ে দুটি হাত,
অন্ধকারের হোক অবসান, আসুক রাঙা প্রভাত।