✍ কাজী নজরুল ইসলাম আমার প্রাণের প্রিয় কবি। তাঁর কবিতা আমাকে সদা, সর্বদা আলোড়িত করে। খুব ইচ্ছে করে তার মতো লিখতে, তাই এই কবিতায় তারা দৃঢ় ছায়াটি দেখতে পাবেন।
এ কবিতা আমার প্রিয় কবির প্রতি প্রগাঢ় শ্রদ্ধা।
*************************



বল তরুণ, আমি দীপ্ত অরুণ,
আমি চির দুর্দম,
আমি টাইফুন,  আমি অর্জুন,
আমি রুষ্ট অরিন্দম।
আমি মরুঝড়, আমি ভয়ংকর,
আমি অশান্ত হিল্লোল,
আমি উদ্ভাস, আমি জলোচ্ছ্বাস,
আমি সমুদ্র কল্লোল।


বল তরুণ, আমি ক্রুদ্ধ বরুণ,
আমি মহাপ্রলয়,
আমি ধ্বংস,  আমি  নৃশংস,
আমি চির দুর্জয়।
আমি রুদ্র, আমি উত্তল সমুদ্র,
আমি চির উন্নত,
আমি দুর্দান্ত, আমি অভ্রান্ত,
আমি ধ্বংস লিলায় রত।


বল নবীন,  আমি  ভয়হীন,
আমি বিষাক্ত হুল।
আমি  উল্কা, আমি  ঝলকা,
আমি শিবের ত্রিশূল।
আমি তুফান, আমি উদিয়োমান,
আমি রুদ্র-মহাকাল,
আমি চণ্ডিকা, আমি নিহারিকা,
আমি পরশুরামে'র কুড়াল।


বল নূতন, আমি মহা ঘাতন,
আমি বিজয় ডংকা,
আমি বিদ্রোহী, আমি স্বর্গারোহী,
আমি নরকের আশংকা।
আমি পাষাণ, আমি শ্মশান,
আমি নির্দয় যমরাজ,
আমি নরেশ,  আমি দুর্গেশ,
আমি বলবান মৃগরাজ।


বল জোয়ান, আমি অনির্বাণ,
আমি চির বিস্ময়,
আমি বজ্রাঘাত, আমি শরাঘাত,
আমি চির অক্ষয়।
আমি বারুদ, আগ্নেয় বুদবুদ,
আমি বোমারু বিমান,
আমি ঘাইট, আমি ডিনা-মাইট,
আমি চির দীপ্তিমান।


বল তরুণ, আমি রণনিপুণ,
আমি সুদর্শন চক্র,
আমি বিউগল, আমি ঈগল,
আমি রাগন্বিত শক্র।
আমি মার্টিন লুথার, আমি দুর্বার,
আমি বীর সালাউদ্দিন,
আমি চেঙ্গিস, আমি আশিস,
আমি জালিমের দুর্দিন।


আমি ধুমকেতু, আমি স্বর্গসেতু,
আমি সত্যের ঝান্ডা,
আমি হলাহল, আমি কৌতূহল,
আমি বিধ্বংসী উগ্রচণ্ডা।
বল নির্ভীক, আমি দাম্ভিক,
আমি নই কারো দাস‌,
তরুণ আমি, হিংস্র আমি ,
আমি চাই ভূ-স্বর্গবাস।