থমকে গেছে মাঠঘাট আর
থমকে গেছে গাড়ি,
থমকে গেছে হাটগুলো আর
বাড়ছে মহামারী।
থমকে গেছে, বিশ্ব আঁধার
থমকে গেছে রাজা,
থমকে গেছে রাজবৈদ্যসব,
রোগী যেন বোঝা।
থমকে গেছে হাসি খুশি
থমকে গেছে মেলা,
থমকে গেছে মানুষগুলো
বাড়ছে মরন খেলা।
থমকে গেছে দাপটগুলো
কোথায় সে ক্ষমতা,
থমকে গেছে স্বপ্নগুলো
সব আশা, মমতা।
থমকে গেছে পাঠশালা সব
নেইতো কোন ছাত্র
থমকে গেছে পথের মানুষ
জীর্ণ শীর্ণ গাত্র।
থমকে গেছে অবিচার সে
করোনায় পিড়িত,
থমকে গেছে বীর বাহাদুর
ভয়ের চোটে ভীত।
থমকে গেছে দুষ্কর্মেরা
খোদায় যখন রুষ্ট,
থমকে যাওয়াই প্রাপ্য ছিল
সবাই যখন ভ্রষ্ট।
😭😭😭😭😭😭😭😭
আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও 🤲🤲