যদি আমার দেশের গরীব মানুষ না খেয়ে ক্ষুধার ঘোরে,
অনাহারীর ঐ দিন কেটে চৌরাস্তার মোড়ে।
যদি আমার দেশের বাস্তুহারার লকডাউনের দিনে,
রাস্তায়ই তার ঠাঁই নিতে হয় ফ্লাইওভারের কোণে।
যদি মধ্যবিত্ত কাজ হারিয়ে বন্দি হয়ে ঘরে,
কাল কী খাবে, কাল কী হবে? মাথা ঠুকে-ঠুকে মরে।
তবে এতো এতো অনুদানের দরকার নেই আর,
রাষ্ট্রের ধন না হয়ে যাক নরপশুর গোলা'র।
যদি সরকার দেয় হাজার কোটি জনগণের তরে,
তবে অসহায় কেন না খেয়ে কাঁদে, চাল নেই তার ঘরে?
যদি সাধু, মহাজন দুঃখী মানুষের অধিকার নেয় কেড়ে,
তবে লম্পটের ঐ জয়ের কাছে মানবতা যাবে হেরে।
যদি রক্ষকেরাই ভক্ষক হয়ে ত্রাণ করে চুরি,
তবে অসহায়ের দীর্ঘশ্বাসে আসমান হবে ভারী।
যদি খোদার ঘরেই তালা ঝুলে যায় হাদীস বিশ্লেষণে,
তবে ত্রাণ চোরের ঐ হাত কাটা হোক কুরআনের আইন মেনে।
যদি গরীব, দুঃখী মানুষ গুলো না পায় অধিকার,
তবে পতন দামামা উঠবে বেজে, সবাই হুঁশিয়ার!
যদি চিল, শকুনের হিংস্র থাবায় ক্ষত হয় সংসার।
তবে মানুষ জাগো, ঐ শকুনের হয়ে যাক সংহার।