লুটবি যবে ইচ্ছা হবে
দেশ কিরে তোর বাপের ভিটা?
কোথকার কোন নরাধম এসে
আমায় বলে তুই কে ব্যাটা?
আমি নরকের দ্বারে নৃত্য করি
গর্জন উড়াই হাঁসিতে।
আমি নটরাজ, নৃত্যতালে অগ্নি ঝরে
অসুর রাজ্য নাশিতে।
আমি দানবের দলে মানুষ খুঁজি
মানুষের মাঝে অমানুষ।
আমি সারসের দলে শকুন খুঁজি
বেহুঁশের মাঝে আনি হুঁশ।
আমি পাপি'র দলে নিষ্পাপ খুঁজি
ধর্মে মাঝে যত অধর্ম,
দেখে আমার রোষেতে দগ্ধ আমি
চূর্ণ হয়েছে বর্ম।
আমি ভিখারির দুয়ারে ভিক্ষা করি
যক্ষের দুয়ারে জল্লাদ।
নরকে তলায় হেঁসে কুড়াই সুখ
আমি বিস্ময়, মহা উন্মাদ।
আমি ন্যায়ের দুয়ারে নম্র ,ন্যায়াধীশ,
নৈরাজ্যের দুয়ারে নির্ভীক,
মানুষ রূপে যত অসুর ধূর্ত চোর
পিষে দেই শত ধিক্।
আমি অসহায় গরীবের আর্তনাদ
ক্রন্দন আহাজারি,
আমি অভুক্তের তিক্ত ক্ষুধার জ্বালা
হাহুতাশ রেনাজারি।
ওই পতিরা থাকে আসনে ভোজনে,
বুঝবে তারা ক্ষুধার জ্বালা?
গরীবের পেটে লাথি মেরে,আহা!
সেজে আছে ঠাকুরদাদা।
অনাহারীর আহার লুটেছে
নরাধম ওরা হারামজাদা।
ওরে নরাধম মহা অভিশাপ
মর্ত্যলোক আজি হয়েছে নরক,
তবু ও তোর হুঁশ হলো না
তুই অভিশাপ,চোর, প্রতারক।