তুমি মানবী, তুমি শিল্পের আঁকা ছবি,
তুমি মননে আঁকা পরী।
তুমি চাঁদ, তুমি প্রভাতের রাঙা রবি,
তুমি স্বর্গের অপসরী।


তুমি বনলতা, তুমি স্বপ্নপুরীর বালা,
তুমি কবির ঘাটের খেঁয়া,
তুমি জুঁই- চামেলী, তুমি বকুলের মালা,
তুমি বৃন্দাবনের কেয়া।


তুমি তৃষ্ণা, তুমি স্নেহ-মায়া প্রসন্নতা,
তুমি হিরণ‍্য অতুল,
তুমি শশী, তুমি জোছনার লাবণ্যতা,
তুমি মায়ার অকূল।


তুমি বৃষ্টি, তুমি মেঘের হিমানী,
তুমি বাদলা দিনের হাওয়া।
তুমি কাননে কুসুম, তুমি কুসুমের রানী,
তুমি ভ্রোমরের গান গাওয়া।


তুমি ঝর্না, তুমি পাহাড়ের চূড়া,
তুমি টলমল জল রাশি।
তুমি বসন্ত, তুমি রঙিন কৃষ্ণচূড়া,
তুমি আমার বাঁশের বাঁশি।


তুমি শাপলা শালুক, বিলের মাঝে ঝিল,
তুমি সাদা বকের ঝাঁক।
তুমি মনোহর, তুমি সোনালী ডানার চিল,
তুমি বাবুইয়ের কিচিরমিচির ডাক।


তুমি সুখ, তুমি রাত জাগা স্বপন,
তুমি স্বপ্নের প্রাণ।
তুমি উর্মির কলতান, তুমি চির আপন
তুমি জীবনের জয়গান।


তুমি কবিতা, তুমি কবির লেখনীর কালী,
তুমি ছন্দের মিলন,
তুমি গদ্য, তুমি জীবন পরশের তুলী,
তুমি হৃদয়ে শিহরণ।


তুমি সুখের পরশ, তুমি অরুণ সবিতা,
তুমি জীবনের প্রত‍্যাশা।
তুমি জীবন, তুমিই আমার কবিতা
তুমি আসমানসম ভালবাসা।