সুখের লাগিয়া বাঁধিনু ঘর, অনলে গেল পুড়ে,
বন্ধু সুজন যারাই ছিল, ফেলে দিলো রে ছুঁড়ে।
ব্যাথা দেখি' পালাইনু দূরে, ছোঁয়না যেন মোরে,
ঘরে ফের আসিয়া দেখি, সে আমারই দুয়ারে।
আশ্রু সিক্ত হইল আঁখি, ভাসিল রক্ত্যাক্ত হৃদয়,
নিশি জাগিয়া কাঁদে মোর হিয়া, বিরহের ব্যথায়।
ভাঙ্গা হৃদয়ের একি জ্বালা, কভু শান্ত হয়না মন,
কারে ছেড়ে কারে তুই মন, ভেবেছিলি আপন।
হৃদয়ে একি বয়েছে আজ, যেন ব্যথার জোয়ার,
এত ছোট জিগার, কেমনে ধরে ব্যথার পাহাড়?
ক্ষনদা জাগিয়া মম এ জিগার যায় রে ফাটিয়া,
শুধাই,"কেন কাঁদিস আঁখি তুই কাহার লাগিয়া?"
মন ভেঙ্গে যে করেছে তোর, জীবন বিষাদময়,
উপহার দিয়েছে সে তোরে__ ভাঙ্গা এ হৃদয়।