আমি এই দেশের রাজা ভাই
       তবু ভিখারি কেন ডাকো?
ভিখারি সে-ই দেশ নাই যা'র,
          বুলি কেন ফাঁকা ফুঁকো।
দেশ কবেকার হইয়াছে একার,
       ভিখারিরে দিয়াছ ধিক্কার‌।
ওরে দেশ হইয়াছে দশের তরে
      অবোধ, শিক্ষা ল'ও এবার।


          আমি দেশ-দেশান্তরে খুঁজিয়া
                  কেবল পাইয়াছি ধিক্কার।
           কেহ কি নাই এ দুনিয়ায় বুকে
                দিবে ভিখারি'র অধিকার।
           খাদ্য,বস্ত্র, আবাস, শিক্ষা চাই
                     আরও নিরাময়, সেবা।
          নাই হেথা মৌল অধিকার বটে
                    কাগজেই তাহার বিভা।


               আমি সব ক'টা সাধু চিনিয়াছি
                          ওরা স্বয়ং স্তুতিতে সারা।
             সমৃদ্ধি'র জোয়ারে ভাসিয়া যায়,
                      তবু কাঁদি'ছে দ্বীন বেচারা।
            নামেই কেবল অধিকার পাই বটে
                        পায়ে বঞ্চিত শেকল বাঁধা?
            ওরে পিশাচের দল ভিক্ষা চাই না
                      অধিকার চাই হারামজাদা।