যেদিন আমি থাকবো নাকো-
ভবে
সেদিন কি বাজবে মনে
মায়া ভরা এই সংসারে
চেনা সুরের মতন করে!
আমায় আগের মতো করে।


মনে যত বানিয়ে ছিলাম-
সেতু
থাকবে কি অটুট সেটা
ব্যস্ত তোমার হৃদয় ঘটে
আসতে দেবে চিত্ত-পটে
আমায় আগের মতো করে।


আঁখি পাতের সময় ক্ষণে-
রাতে
উদাসী মন খেয়াল বনে
তন্দ্রা ঘোরে আপন করে
বাঁধবে আর স্মৃতি ডোরে।
আমায় আগের মতো করে।


তোমার পাশে আমার আসন-
পাতা
থাকবে কি আগের মতো করে
নাকি বসবে অন্য কেউ এসে
ঠাঁই আমি পাবো ওগো পাশে?
আবার আগের মতো করে।


পরবে মনে আগের মতো করে।