মানবতার কোন দেশ থাকেনা জানি
মানবতার কোন গোষ্ঠী থাকেনা মানি
মানবতার কোন ধর্ম থাকেনা,থাকে ?
তবুও যারা নিজেদের ধর্ম; মানবতা,
নিজেদের দেশ;সমগ্র পৃথিবী ভাবে-
নিজেকে ধর্ম,গোত্রহীন মানুষ ভাবে;
তারা কেনো শাকবাছার মতো বাছে
মানবতার পক্ষে আওয়াজ তুলতে?
জানি ভন্ডামির কোন বর্ডার থাকেনা
তাই রোহিঙ্গাদের রক্ত ও অশ্রু অদৃশ্য
স্পর্শ করেনা,ঢেউ তোলেনা হৃদয়ে
তাই কোন প্রতিবাদী শব্দ ও আওয়াজ-
বেরিয়ে আসেনা ওষ্ঠ সরিয়ে বাতাসে।
যাদের মুখ ও বুকের শব্দে গরমিল
তারা নীতিহীন অবিবেচক পাষন্ডসম
সন্ত্রাসবাদীরও একটি স্বচ্ছ নীতি থাকে
তাদের চেয়েও ভয়ানক জানোয়ার ওরা;
জানোয়ার অভিধাটাও হয়তো ঠিক নয়
তেমন মানবতাবাদী মানুষদের জন্য,
কারণ জানোয়ারতো মুখোশধারী নই!
সেও নিজেকে স্পষ্টভাবে প্রকাশ করে।