চক্ষুতো চাইনা চুম্বন,চুমে তো ওষ্ঠ
চক্ষু শুধু দেখে দর্শায় অপর কেউ
নয়ন স্পর্শ করতে পারেনাকো ঠোঁট;
চুম্বন দিতে গেলে,আঁখি পল্লবে ঢাকে।
ভোগ চাইনা ইন্দ্রিয়,ইন্ধন অন্যের
স্নায়ুর উদ্দীপনায় ঋজু হতে বাধ্য;
জিহ্বা চাইনা খাবার,চাই তো উদর!
মিথ্যে অপবাদ তবু গায়ে নিতে হয়!


কতশত নাটের গুরু আছে সমাজে;
নিরুপায় চেলা-ভোলা ফরমাস খাটে
ন্যায়-নীতি জলাঞ্জলি দিতে হয় সদা!
জনতার দরবারে লাথি-ঝাঁটা জোটে;
মুখ লুকিয়ে থাকে গুরু,পর্দার আড়ে
খেলা শেষে শেষ হাসি সেই শুধু হাসে।