আমি এক মুর্খ রাখাল । কবি, কবিতা, শিল্প, সাহিত্য সংষ্কৃতি নিয়ে কথা আমার মুখে মানায়না । তবু রাখাল হলেও, কবি-কবিতা, সাহিত্য-সাহিত্যিক, শিল্প-শিল্পীর প্রতি আমার দূর্বলতা থেকেই দু'টি কথা বলতে চাই:


‌১। নবীনরা অবশ্যই প্রবীণদের ষ্টাডি করবেন, নিজস্ব ষ্টাইল গড়ার জন্য । অনুসরন, অনুকরণের জন্য নয় । অনুকরণ, অনুসরণ স্রষ্টা বানায়না, বানায় মেড ইন জিঞ্জিরা।


২।বিষয় ভিত্তিক কিলিয়ে কাঁঠাল পাকানোর চেষ্টা করবেন না । কোন বিষয় আপনাকে আহত করলো, উচ্ছ্বসিত করলো, আবেগ প্রবণ করলো, মাথায় ঘোরপাক করলো, তবেই লিখুন । কোয়ানটিটি নয়, কোয়ালিটিই সৃষ্টি এবং স্রষ্টাকে বাঁচিয়ে রাখে ।


৩। আপনার কাজ লেখা, লিখে যান ।নিজেকে জাহির করা এবং প্রচারণা থেকে বিরত থাকুন । প্রচারে প্রসার পণ্যের জন্য প্রযোজ্য, শিল্পের জন্য নয় । ভ্রমরকে ফুলের সন্ধান দিতে হয়না, ভ্রমর ফুলকে চিনে নেয় ।


আশাকরি, মুর্খ রাখালের মুর্খামির জন্য ক্ষমা করবেন ।