তোর জন্যে ঘুমতাড়ানি অপেক্ষা চোখে মুখে
তোর জন্যে হাই উঠলেই জল ঝাপটান চোখে
তোর জন্যে মন উদগ্রীব সচকিত কান পাতা
তোর জন‍্যেই একলা থাকার অসীম আকুলতা,
তোর জন্যে বারবার ফেরা অলিখিত বই খোলা
তোর জন্যে ই দীর্ঘশ্বাস খাতা ফের মুড়ে ফেলা
তোর জন্যে ই বাসিমুখে শুরু পুনরায় সন্ধান
তোর জন্যে দিনের শুরুতে অনুভবি আঘ্রান


তোর তাতে নেই ভ্রুক্ষেপ কোনো ছিটেফোঁটা অনুরাগ
তোর পাতাতেই অঙ্ক কষিস তোর মতো গুণ ভাগ
তোর ইচ্ছায় বিছানা বালিশ তোর ইচ্ছায় ভোর
কেউ যে কোথায় পথ চেয়ে কোনো বাধ‍্যতা নেই তোর
তোর মনেতেই বাস করে যতো তোর চেনা ভাবনা
ইচ্ছে মতোই করিস পালন পোষন চেতনা
তোর চাওয়াতেই ইচ্ছেরা নাচে তোর চেনা ছন্দে
তোর দিনগুলো তোর মতে কাটে তোর ই আনন্দে,


আমার জন্য পড়ে আছে শুধু অপেক্ষা একরাশ
দিন কেটে যায় রাত কেটে যায় কাটবে বছর মাস
পলাশ ফুটবে লালে লাল হয়ে পূর্ব গগনে রবি
আসবে গ্ৰীষ্ম আসবে বর্ষা শরৎ হেমন্ত সব ই
পথ চেয়ে রবো উত্তরে হাওয়া যদি কিছু আনে তোর
আবার আসবে বসন্ত ঠিকই দিয়ে যাবে উত্তর
আবার শুরু আবার চলা আবার অপেক্ষায়
হারতে শিখিনি হারবোনা জানি পুড়বোনা হতাশায়।।