পূজোর ঢাঁকে পড়লো কাঠি, বসবে বোধন সাঁঝবেলা,
ও দূলেবৌ গোলা দে রে, ঠাকুর তলায় দীপ জ্বালা,


ও জুলেখা, নদীতে যা, জল ভরে দে দ্বারঘটে
ও বেনেবৌ, জলদি নিকো, সময় যে আর নেই মোটে,


নাপিতবৌ তুই দূব্বো তুলিস, তুলসী পাতাও বেশকটা
ঠিক সন্ধ্যেয় আসবে পুরুত, বসবে বোধন ঠিক ছ'টা,


বাউনবৌ তুই ঘট পাত আর প্রদীপ দুটোয় ঢালিস তেল
গনশার মা তুই বেল ডাল আন, সঙ্গে দুটো জোড়া বেল,


ও মালি বৌ , পোয়াতি তুই, তাড়াহুড়ো করবিনে,
বসে বসে ধূপ দিবি আর ধূনো দিবি এক কোনে,


কামার গিন্নি ফল কেটো গো, নৈবিদ্দি চাই দশখানা
একটা শিবের, বাকিগুলো যার যার সব গাঁটগোনা,


কুমোরবৌ তুই আঙট পাতায় ফুল জড়ো কর গাঁথ মালা
একসঙ্গে আসিস সবাই এইকটা দিন দুইবেলা,


আয়রে বোধন সাঁঝবেলায়
সাম‍্যবাদের ফাঁস গলায়
আয়রে বোধন বস পাশে
অশিক্ষা যে উল্লাসে
আয়রে বোধন দেখে যা
কালোটাকার সুসজ্জা
আয়রে বোধন নিত‍্যদিন
ভরপেট হোক খাদ‍্যহীন
আয়রে বোধন আয়রে আয়
বস্তিভাঙা দশকোঠায়
আয়রে বোধন লক্ষীটি
ছাড় শান্তির পক্ষিটি
আয়রে বোধন আয় সোনা
বাঁচবো না আর দিন গোনা।।।