*** চন্দ্র সহযাত্রী ***


---- তন্ময় দে বিশ্বাস ---


দিনান্ত ছাপ ফেলে যায় খেটে খাওয়া শরীরে,
কপালের বলিরেখা, কাঁধের পেশীতে , গ্রীবায়-
গভীরতা কেটে যায় দাগ --
ক্ষণিকের অবসন্নতা কেটে
উজ্জ্বল করে মুখ, সন্ধ‍্যাতারার আলো
ঘরমুখী হয় মন কাছে পাওয়া টানে
একান্ত নিজস্ব আত্মা আহ্বানে--


যান্ত্রিক ঘড়ঘড় জনতার কোলাহল
হয়ে যায় লীন,
দৃষ্টি অগোচরে যায় রবিকরে উদ্ভাসিত
তরুশাখা ইমারত পাহাড় নদী সব জান্তব
জেগে থাকে আকাশ, বুকে নিয়ে নক্ষত্র মন্ডল
আর ---


আর জেগে থাকে চাঁদ-
সব তারালোক করে দিয়ে ম্লান
গগনের অঙ্গনে তার স্বচ্ছন্দ বিচরন
কক্ষপথে তার দুষ্টু মেঘের লুকোচুরি বাধা-


আরো জেগে একজন-
চাঁদের সহকক্ষপথে প্রেম অভিসারে, একাঙ্গ হয়ে -
সবার অলক্ষে- অগোচরে- চির অযাচিত -
সে যে আমি- চাঁদের কলঙ্ক হয়ে-
চন্দ্রসুখে অনিদ্রায় রাত কেটে-
পুবাকাশে আলোরেখা-
দিন আসে, আসবে দিনান্ত আবার ।