*** যে যেখানে দাঁড়িয়ে ***


---- তন্ময় দে বিশ্বাস ---


আজ যেখানে থামছে সকল গতি
কাল সেখানে শুরুর ছিল কথা
আজ যেখানে বিষন্ন রাজপথ
কাল সেখানে মিলন ব‍্যকুলতা,


আজ যেখানে পারদ নিম্নগামী
কাল সেখানে উঠতো কথার ঝড়
আজ যেখানে জীবন আঁকে মন
কাল সেখানে নিঃশেষ মর্মর,


আজ যেখানে শব্দ গোনা সুর
কাল সেখানে মিহি সুতোর টান
আজ যেখানে বুকের ওঠানামা
কাল সেখানে পুলক ম্রিয়মান,


আজ যেখানে পর্ণমোচীর ঘ্রাণ
কাল সেখানে ধূসর ইতিকথা
আজ যেখানে ইচ্ছে কথা বলে
কাল সেখানে রক্ত খরস্রোতা,


আজ যেখানে চিন্তা গভীর হিয়া
কাল সেখানে অনন্ত বিশ্রাম
আজ যেখানে স্বপ্ন দেখা শেখা
কাল সেখানে থমকে মনস্কাম ।