*** মনপাগলী ***


--- তন্ময় -----


অনেক গল্প গড়িয়ে তবে তোমার বুকে সন্ধ্যা নামে
দিনশেষে হাড়ভাঙ্গা গান তাল ফেরতায় একটু থামে,
তখন তোমার স্মৃতির কোঠায় শৈশব আর কৈশোরী গান
মায়ের ছোঁয়া বাবার আদর দুর্গা রাগের পকড়ে তান,
বিলম্বিতে ওঠা নামা শেষ তরুণীর একান্ত রাগ
চোখের তারায় ভাটিয়ালি ঠোঁটের রেখায় নিঃস্ব বেহাগ,
কন্ঠ মাঝে সুর খেলেনা ধরলো গলা অভিমানে
বুকের মাঝে জয়জয়ন্তীর উথাল লহর মনটা জানে,
মানস চোখে ভেসে ওঠে সেই মুখটা হঠাৎ যেন
ডাকতে গিয়েও স্বর ফোটেনা এমন করে আসে কেন !
বুজতে গিয়েও চোখের পাতা বিদ্রোহী আজ এই অবেলায়
মনের মাঝে হুলুস্থুলুস হৃদয় তবু গল্প শোনায়,
সন্ধ্যা শেষে রাত্রি শেষে রোজনামচার স্মৃতি খেলা
নিত‍্যনতুন ফিরে পাওয়া হারিয়ে যাওয়া পুতুলবেলা।