ও মেয়ে তুই বদলে গেছিস- বদলে গেছিস অনেকখানি
বদলানো তো জন্মধারা- বাড়তে হবে সবাই জানি,
শিশু থেকে হয় কিশোরী, বয়সপাকে সেই তরুণী
ক্রমেই বদল শরীর জুড়ে, যৌবনডাক দেয় তন্বী,
তাই বলে তোর মনটা কেন বদলাবি রে, এই মেয়েটা !
ভুলে যাবি পাঁচঘুঁটি আর ইকিড়মিকিড় চিমটি কাটা ?
রুমাল চুরি, সাপলুডো আর লুকোচুরি র বয়েস যে নেই
এইগুলো সব জীবনধারার নিত্য খেলা সব বয়েসেই ,
কাটতে সাঁতার মন চায় না জল টলটল পুকুর পেলে?
হয়না মনে কোমর বেঁধে একটু ঝাঁপাই গভীর জলে !
বৃষ্টি এলে মন বলেনা, গোপন প্রেমিক কোথায় আছে ?
উদাস চোখে বৃষ্টি দেখিস, মনখানা কি মরে গেছে ?
শরৎ মেঘ আর কাশফুলে যে প্রেম আছে তা চিরন্তনী
দুরমাঠে চোখ মেললে পাবি মেঘ আর কাশের প্রেমকাহিনী
আকাশ কেমন দরাজ প্রেমিক, উদার বুকে প্রেমের খেলা
নিত‍্য জমায় প্রেমের আসর তারার সাথে সন্ধেবেলা,
এসব দেখেও বুঝিসনা তুই, কেমন যেন বুড়িয়ে গেছিস
সখি সখি ভাব ছেড়ে বল, এই মনটা বাচ্ছা আছিস,
সব ছেড়ে চল বেরিয়ে পড়ি বুড়ির সুতোয় ধাওয়া করি,
হাত ছাড়িয়ে একলা ছুটি, কুড়োই ঝিনুক পাথর নুড়ি,
মনটাকে তুই বুড়োসনা রে, মনটা খুবই ছেলেমানুষ
এখনো চায় আকাশ জুড়ে দেখতে রঙিন আলোর ফানুস,
এই মেয়ে, তুই বদলাসনা, মনটাকে রাখ বাচ্ছা করে
বদলে গেলেই ফুরিয়ে যাবি, বাঁচার মজাই যাবে মরে।


##### ১৬/৭/১৮###