*** ঐকান্তিক ***


--- তন্ময় দে বিশ্বাস ----


সবকিছু ভুলে জানলাটা খুলে
গালে হাত দিয়ে ভাবছে ঐ
ডাক পাঠিয়েছে আসবে সে কাছে
বরিষনধারা থামছে কই !


ছিল এতদিন শুষ্ক কঠিন
পথঘাট সব নদীর কূল
বলেছিল যে সে দাঁড়াবেই এসে
দেখা হবে ঠিক হবেনা ভুল,


মনের বাসনা সেকি মিটবেনা
আসবেনা কি সে এ বরষায়!
সমুখে দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে
ডাকবেনা কাছে এ সন্ধ্যায়!


বৃথা শৃঙ্গার কুমকুম ভার
বৃথা এ কবরী কুসুম সাজ
সেযখন নাই সকলি বৃথাই
বৃষ্টি কেন রে হঠাৎ ই আজ!


একাকী মানসী আঁখি জলে ভাসি
ভাবছে কেন এ বাদলধার
তবে কি বিধাতা বোঝেনা এ ব‍্যথা
নগ্ন যে তার হৃদয়দ্বার।