আমায় বুকে জড়িয়ে ধরে রোজ ঘুমোতো খোকা
কোনদিন ই হাত ছাড়িয়ে পাশ ফিরিনি মোটে
একবার যদি ঘুম ভেঙে যায় আমার নড়াচড়ায়-
আবার যদি এই ঘুমটা আর চোখে না জোটে !
ভাবতাম তুই ওরে খোকা বড়ো হবি কবে !
বলতো সবাই তোমার খোকা অনেক দূরে যাবে -


প্রথম যেদিন আমার খোকা ইস্কুলেতে গেল
ঘরে ফিরেই আমার বুকে ঝাঁপিয়ে দিলো ধরা
জাপটে ধরে হাত বুলালাম গায়ে মাথায় মুখে
আমার খোকা আমার বুকে চারচোখেতে ধারা,
বললাম এই বোকা ছেলে বড়ো হবি কবে!
বললো সবাই তোমার খোকা অনেকটা দূর যাবে -


শরৎ আকাশ সাদা কাশ আর সাদা মেঘে ভরা
উমা সবার মনে ঘরে বাতাস মধূময়
খোকার হাতটা আমার হাতে প‍্যান্ডেলে প‍্যান্ডেলে
কতো প্রশ্ন খুশির হাসি খোকার মুখোময়,
আমি বলি খোকা, তোকে বড়ো হতে হবে
বললো সবাই তোমার খোকা অনেক দূরে যাবে -


মাসমাইনে সওদাগরি অফিস অনেক দূরে
সকাল বেলায় খাইয়ে খোকায় ইস্কুলেতে ছাড়ি
প্রাণপণিয়ে কাজ সারি সব, মালিক খুবই ভালো
বলে এবার তোমার ছুটি, ফিরবে খোকা বাড়ি,
আমি বলি আশিষ করুন খোকা বড়ো হবে
বললো মালিক তোমার খোকা অনেক দূরে যাবে -


সেবার পূজোয় প্রথম দিলাম বেলবটম প‍্যান্ট
ইস্কুল শেষ খোকা এবার কলেজ যাবে রোজ
আমার জন্য নিইনি কিছুই একটা লুঙ্গি ছাড়া
খোকার মুখের হাসির মাঝেই আমার সুখের খোঁজ,
মনে ভাবি খোকা আমার বড়ো হলো তবে!
বললো সবাই তোমার খোকা অনেক দূরে যাবে -


খোকা আমার বড়ো হলো গেল অনেক দূর
পেরিয়ে গেল তেপান্তর আর সপ্তসমুদ্দুর
আর আসেনা আমার কাছে কতো পূজো গেল
বিসর্জনের বাজনা বুকে জীবন এলোমেলো,
হারিয়ে গেলি খোকা ওরে ? আসবি ফিরে কবে ?
বললো সবাই তোমার খোকা অনেক দূরে যাবে ।।