আজ বেলা যায়, কাল ঠিক বলে দেবো
কোনটা অতীত কোনটা বর্তমান
কোথায় কতটা জল মাপা খুব দামি
কোনটা সঠিক কোনটা যে অনুমান,


আজ বেলা যায়, কাল ঠিক বলে দেবো
কোনটা জটিল কোনটা সরল সোজা
কোথায় হায়না ওত পাতে অপলকে
কোনটা হারিয়ে কোনটা হাতরে খোঁজা,


আজ বেলা যায়, কাল ঠিক বলে দেবো
কোনটা তোমার কোনটা তোমার নয়
কোথায় অঙ্ক আগ্রাসনের ছায়া
কোথায় স্বস্তি কোথায় আতঙ্ক ভয়,


আজ বেলা যায়, কাল ঠিকই বলে যাবো
কোনটা মুকুট কোনটা কাঁটার তাজ
কোথায় মেলেছে সর্বহারার ক্ষোভ
কোনটা শব্দ কোনটা তোলা আওয়াজ,


আজ বেলা যায়, কাল ঠিক বুঝে নেবো
কোনটা প্রাপ্তি কোনটা সে অধিকার
কোথায় জমানো তামাদি মজুরি শ্রম
কোনটা মাড়ক কিসে তার প্রতিকার ।।


#$$$$ 11/07/2019 #####