*** #পথিক ***


---- তন্ময় দে বিশ্বাস ----


পথের দিশায় ক্লান্ত পথিক -
অনন্ত এক পথের মাঝে,
পথ দেখাতে পথ দেখাতে -
নিজের পথ ই হারিয়ে গেছে,
সব প্রিয়জন আপন যখন -
পথ দেখানোই পথ ছিল তার,
আজকে নিজের পথের খোঁজে-
জীবনটা তার গোলোকধাঁধার,
ইচ্ছে ছিল চলবে পথিক -
নিজের পথে ইচ্ছে মতো,
হয়নি চলা নিজের পথে -
হারিয়ে পথ আজ উদভ্রান্ত,
স্বপ্ন ছিল নিজের পথে -
মেলবে সে তার ইচ্ছেডানা,
রাখবে মনের ছন্দে চলার -
সকল কাজের লাল নিশানা,
স্বজন মোহ আবেগ প্রীতি -
কেড়েছে তার পথের দিশা,
শ্রান্ত পথিক একলা ভীষন -
হারিয়েছে আজ মুখের ভাষা,
এমনি করেই হয়তো সবাই -
দিনশেষের পথিক ই হয়,
ভগবানের শিক্ষা এটাই -
ভালোবাসার শেষ পরিচয়।


পথ হারানোই পরিনতি-
তোমার আমার, হয়তো সবার-
অন‍্যথা নয়   ।।