বিস্মৃতির অন্তরালে আজও উঁকি দেয় যে মুখ -
ক্ষণিকের ভাবাবেগ স্তব্ধ করে দেয় যে চলচ্ছক্তি
হাজার অ'সুখ' এও বিবর্ণ মুখে ফুটে ওঠে যে গোপন হাসি
সেই তো প্রেম, সেই তো আসল ভালোবাসা,


স্মৃতির চেতনায় জাগ্ৰত হয় যে অতীত -
নয়নের পিছনের ক‍্যানভাসে ভেসে ওঠে যে সুদীর্ঘ মূহুর্ত
হৃদপিণ্ড টা নাড়িয়ে বুক ভেঙে আসে যে গভীর দীর্ঘশ্বাস
সেই তো প্রেম, সেই তো আসল ভালোবাসা,


এক লহমায় ভুলিয়ে দেয় যে কঠিন বাস্তব -
সারা শরীরের রোমকূপ একবার করে দৃপ্ত আন্দোলন
রক্তশিরায় জাগে শিহরন মনে অকুতোভয়
সেই তো প্রেম, সেই তো আসল ভালোবাসা,


যে স্মৃতি ফিরিয়ে দেয় কোমল যৌবন
কর্ন লতিতে দোলা, চোখে ভীরু চাহনির লাজরাঙা শিখা
আজও মনে হয় পেয়েও হয়নি পাওয়া জীবনের স্বাদ
সেই তো প্রেম, সেই তো প্রকৃত ভালবাসা,


সব যাক, ফিরে এসো প্রেম -