একটা সুখের নৌকা সফর দু এক কলি তান
ছই এর মাঝে বাসর পাতা জলেতে তুফান
তুফান ওঠে দুই কলিজার স্বপ্ন জাগা ভোর
আমার কোলের সামনে রাখা পা দুখানি তোর,
আলতা পরা নিটোল পায়ে মঞ্জির রূমঝুম
ঢেউ খেলছে নদীর জলে একান্ত নিঃঝুম
পাটাতনে সামনে আমি আমার সামনে তুই
নৌকা দোলে তর্জনীতে নূপুর টা তোর ছুঁই
তোর ঠোটেতে খেলছে লহর ভাটিয়ালি গান
পায়ের আঙুল তাল গুনছে অন্তমিলের টান
দুচোখ বুজে গুনগুনিয়ে আকাশ বাতাস জুড়ে
উড়ছে তোর ঐ ভাটিয়ালি মাতাল করা সুরে
আঁচল খানা জড়িয়ে পিঠে সামলে হাওয়া বেগ
একটু খানি ঘোমটা টানিস মনেতে উদ্বেগ,
লাল পাড়েতে মুখটা ঘেরা চাঁদের বলয় রূপ
এবার আমি সত্যি পাগল মননে নিশ্চুপ
মোহিত আমি তোর সে রূপে তোতেই মহীয়ান
ছই এর মাঝে বাসর পাতা অন্তরে তুফান।