তোমার সঙ্গে যখন দেখা, উঠলো বুকে ঝড়
তোমায় যেন ফিরে পেলাম বহু জনম পর,
সেই দুটো চোখ এক ই আছে অকুল পারাবার
বুকের ভেতর ভয়ের বাসা আবার হারাবার,
বাম ললাটের সেই কাটাদাগ বহুদিনের চেনা
তুমি যে আমার হারিয়ে পাওয়া সেই সে প্রাণের সোনা,
ওষ্ঠযুগল নলিনী দল মেলছে পরম সুখে
সেই সে হাসি মনবিলাসী ছড়িয়ে আছে মুখে,
সেই এলোকেশ কুঞ্চিত রেশ ছড়িয়ে ইতস্তত
যতই সরাই মুখের থেকে আবার ছড়ায় তত,
হংসগ্ৰীবায় সেই তুলিটান যত্ন করে আঁকা
যুগল ভ্রুতে অক্ষি মাতে যেমন ধনুক বাঁকা,
হস্তযুগল মিলায় সকল বেদনা পরশে
দেখলেই মন হয় উচাটন অনন্ত হরষে
চরনযুগল লক্ষী আদল ইচ্ছা ধরি বুকে
এযে দেখি প্রাণের পাখি সাক্ষাৎ সম্মুখে,
সেই সে চলা সেই সে বলা কানে অনুক্ষণ
ফিরে পেলাম হারিয়ে যাওয়া আমার বুকের ধন।