বিশুদ্ধ মনে,
সত্যি বলছি এই কোলাহলে,
তোমাকে নিয়ে,
একটি ঘর বানাতে চাই।
দেবে কি আমার হাতে,
বলো তোমারই হাত।
চাঁদ হতে কিছু আলো এনে,
দেবো তোমার হাতে।
তারার মেলায় সারারাত,
ঘুরবো তোমার সাথে।
তোমার কথার শব্দ গুলো,
সাজাবো সারাটা ঘর।
দেবে কি আমার হাতে,
বলো তোমারই হাত।
তোমার অভিমানে মান ভাঙাতে,
আনবো ফুলের রং।
তোমার কষ্ট গুলো আড়াল করে,
আনবো নিঝুম রাত।
তোমার ইচ্ছাগুলো স্বপ্ন করে,
আনবো নতুন ভোর।
দেবে কি আমার হাতে,
বলো তোমারই হাত।
তোমার উদাসী মনে হাসি ছড়াতে,
আনবো সাগরের ঢেউ।
তোমার ভুলগুলি সব আঁধারে মিলাবো,
জানবে নাতো কেউ।
দেবে কি আমার হাতে,
বলো তোমারই হাত।