অশ্রুবিন্দু এক আর স্মিতা সে ক্ষণজন্মা
আমি করিনি দুঃখে মোর , বাণিজ্যে বসতি ঘর, হৃদয়ের পশরার
আনন্দের বহুগুনে যা স্পন্দনে, হৃদয়ের সঘন ধাবমানকাল
এবং আমি অশ্রুবিন্দুগুলোকে দুঃখ যা গলিয়ে দেয়, দেবনা
হাসিতে মুখর হয়ে আমার সকল স্রোতস্বিনী হতে যেন, নাহি বয়, বয়ে যাওয়া কথকতায়।
এই বাসনা শুধু, ফল্গুধারা এই জীবনের যেন বয়ে যায়, অশ্রুবিন্দু এক, আর স্মিতা সে এক ক্ষণজন্মায়।
অশ্রুবিন্দু এক, কালবে সেথা ধুয়ে দেবে,তাজকিয়ায়,আর বোধে হৃদয়ের উষ্ণতায়, বোধগম্যতায়
জীবনে যাহা আছে কিছু, অব্যক্ত, অনুক্ত,লুকানো সেথা, হৃদয়ের সুর, অন্তপুর
স্মিতা সে এক আরাধ্য সুর, ঝুঁকে পড়ে সেথা, প্রায় যেন ছুঁয়ে দেয়, বাৎসল মুহূর্তে , প্রাণ প্রগলভতায়
আর প্রতীকী সে মুহূর্তে, আস্তিকতা বুলন্দ হয়, বন্দে খোদাবন্দ তায়।
ভেঙে গেল স্বপ্ন যাদের, তাদের তরে এ একফোঁটা অশ্রুর মিলন সেথা তত্বের দোহাঁতে
আর হাসিমুখ যেন জড়ায়ে যায় , প্রাণের অস্তিত্বে সেথা উৎসমূল যথা আনন্দের ক্ষণ লতিয়ে ওঠে সেথায়
আমি সেথা চেয়ে যাই, মরি তবে বাসনায়, আরাধ্য সে যাচনায়, যেন না আর দীর্ঘায়ু হয়, হতাশা আর অনাস্থায়।
আমি যাচি ক্ষুধাকাতর ভালোবাসায় আর সৌন্দর্য , যা ধাতস্থ হয়, ধীরে
আত্মার ভেতর তীব্র গভীর , কারণ আমি প্রত্যক্ষ করি সেথা জনেরে
যারা তুষ্টিতে , সন্তুষ্ট সে সব হতভাগ্যজন।
আমি শ্রবণ করি সেথা দীর্ঘশ্বাস সেথা তাদের,আশায়, বাসনায় , আর সুমিষ্টতর সে যেন সে সুধায় যবে সুমিষ্টতম সুর।
সন্ধ্যা ঘনায়ে এলে , ফুলদলে ভাঁজ খোলে সেথা
আর ঘুমায়ে যায় , আলিঙ্গনে তার আকাঙ্খায়।
ঊষালগ্নে তার , ওষ্ঠ যবে প্রকাশিত হয় , সেথা
সূযরশ্নির প্রথম চুম্বন ছোঁয়ায়।
পুষ্পের সে আয়ুষ্কাল সেথা আশা আর ইচ্ছেপূরণের
অশ্রুবিন্দু এক আর স্মিতা সে ক্ষণজন্মায়।
আর তাই আত্মীয়তায় সেথা, পৃথক হয়, পথযাত্রায়
বৃহত্তর সূত্রে সেথা জগৎ যবে গ্রন্থবদ্ধ , এই বিশ্বজুড়ে , বিষয়ের অবধারিত সত্যতায়
আর বহে যেন একখণ্ড মেঘ সেথা পেরিয়ে যায় দুঃখে এক পাহাড় চূড়োয়
আর আনন্দের সমতলভূমি মেলে সেথা মৃত্যুর মৃদুমন্দতায়, বহে যায়,
আর পুনশ্চে , কালের উন্মেষে , উচ্চারণে তায়।
সমুদ্র সফেন এক, ভালোবাসা আর সৌন্দর্য কায়,----নিরাকার আস্তিকতায়।
A Tear And A Smile
Kahlil Gibran
And so does the spirit become separated from
The greater spirit to move in the world of matter
And pass as a cloud over the mountain of sorrow
And the plains of joy to meet the breeze of death
And return whence it came.
To the ocean of Love and Beauty----to God.
চমৎকার প্রকৃতি গাঁথা অনন্য মননশীল কাব্য পাঠে মুগ্ধতা ছড়ালো ভীষণভাবে শ্রদ্ধেয় প্রিয় কবি। আপনাদের জন্য আন্তরিক শুভকামনা। ভালো থাকবেন সবসময় প্রিয় কবি।