প্রচেষ্টায়...
জানালার সামনে দাঁড়িয়ে মনে হলো
ঠিক দু মিনিটের ভেতর
যদি দেখে নেয়া যেত মানব অন্তর !
ঠিক দু মিনিটের ভেতর !
দিন রাত আসে যায় দিন রাতের  মতন  
আমার দিনটা কেমন কাটলো আজ ?
ক্রমাগত বোতামগুলো টিপতে থাকি .....
আজকাল অনেক রকম বোতাম জানো তো ?
ভালো লাগা, ভালো বাসা সবই তৈরী বোতামের ভেতর |
বিরতিতে...
কিছু  গান শুনে বিরতি নিলাম
ভাষা, গান , সুর না আমার ভোঁতা মাথা ...
ঠিক কখনোই বুঝে উঠতে পারিনি, পারবোনা হয়তো
দিন শেষে গজ গজিয়ে খোলসে ঢুকতে গিয়ে ভাববো আবার ,
দিনটা কেমন কাটবার কথা ছিল আমার ?
অথচ ...
বোতাম আরো ছিল আমার কাছে !
বোতাম ঘর , এপ্লিক আর ভরাট সুঁচের ফোঁড়
ছিল ঠিক আমার কাছেই জেনে রেখো, বাতুল ভূঁইফোঁড় !
বোকা পাখি কোথাকার, নিশিদিন চিৎকার !
কি দিলে তবে, কি শেখালে শিল্পের ভেতর !