আমার সকল কষ্ট ছুঁয়ে
বর্ণবিহীন রোদের ধেনু |
এই তুমি কি আসবে বলো ?
বাজিয়ে তোমার নবীন বেনু ?


আমার সকল কষ্ট ছুঁয়ে
নীলচে বরণ উর্মি মালা ,
এই তুমি কি আসবে বলো ?
সকল জ্বালার ঘুচিয়ে পালা ?


ভোঁতা কষ্ট রাতদুপুরে
বোবা কষ্ট বুকপাঁজরে |
মুখ গুলো কে মুখোশ ভাবি
ঠাসবুনোটের সত্য দাবী |


একটা ছোট্ট রঙ্গীন খামে
গন্ধেভরা তোমার চিঠি |
আকুল নয়ান, মলয় সমীর
উদ্বেলিত , ব্যাকুল দিঠি |


আমি আমায় ভাঙতে পারি
পারিনি এ চক্রব্যূহ |
কষ্ট বাড়ে, কষ্ট পোড়ায়
ঘোর প্রদাহ , খরদাহ |