আনন্দ বেদনার সিঁড়ি ভেঙে ভেঙে  
মুখোমুখি হই কোনো এক কালের...
কোনো এক সময়ের...
সেখানটায়  চাওয়া বা পাওয়ার
সূক্ষ্ম কোনো হিসেব নেই ,
সময় সেখানটায় থমকে আছে,
জমাট অন্ধকারে , ভোর হবার বাসনায় |


ঈশ্বর সৌন্দর্য ভালবাসেন, তোমার চোখে
তাঁর সৌন্দর্য  অপার ভালোবাসায় আঁকা
সাদা কাগজ তাঁর অপূর্ব মহিমায়
তোমার হাতের শিল্প হয়ে গড়ে ওঠে ,
হয়ে ওঠে কাল জয়ী আখ্যান
আর ভূতগ্রস্ত আমি খুঁজতে থাকি
প্রেরণার উৎস, শুকিয়ে যাওয়া কালির ছাপ...


চাঁদের আলোর ভেতর দাঁড়িয়ে থাকা শীর্ণ কায়া সময়ের ছায়ায় |