তুচ্ছ আমি, আমার লেখার সকল খেলায়
নিত্য রাজে ,  তোমার সুরের স্পর্শ অবলীলায় |
বিবাগী সে উদাস সুরে , আমার খেলার বাঁটে
শব্দ হাসে , শব্দ  ভাসে , শব্দরা সব  হাঁটে |


অলিন্দেতে চিলতে আলো, রহস্যময় শশী
যুগান্তরের সুরের খেলায় শব্দরা যায় ভাসি |
ধায় সমুদ্র গাংচিলেদের, উর্মি মালা  সফেন
পাইনি তোমায় সেই গভীরে , বাউল মনের গায়েন |