তুমি উন্মুক্ত আকাশ এক,
খোলা  বুকের ব্যক্ত আরাধনা
সে আকাশের বুকে পাখি ওড়ে,
ভাসে সারি মেঘের যাতনা
জমাট সময় হালকা পেঁজা তুলোর মত
ভাসে, উদ্বায়ী বাসনা।


কোনদিনের মতন আমি
ঘুম ভেঙে উঠে বিষন্নবোধ করি আজও  
হঠাৎ মনে পড়ে যায় যেন গতকাল
যেদিন বাড়ি ফিরবার কথা ছিল স্বপ্নেরও।


জীবনের যত তুচ্ছ দাম, আমাদের আনন্দ ধাম,
নির্বাসন এক  নির্বাক তৈলচিত্র প্রাণে
তীব্রদাহে মুঠোতে হৃদয় পুড়িয়ে
আমি যে পারিনি  তোমার মতন বুক চিরে সত্যকথনে!  


বেলা তবু বয়ে যায় , আর কখন যেন
আলোর ফুলকারীতে  রাতের প্রহর হয়ে ওঠে বর্ণিল
বড়ো অকারন, আমি ঘুম ভেঙে উঠে বিষন্নবোধ করি ,
দুরছাই ভেবে নিয়তির দিনকাল।


আরো ভাবি রোজনামচা কড়চায় ,
তোমার ওই মুখের আদল আঙুলে বড় ভালোবাসা জাগায়
হয়তো মিথ্যে নয়, ধূসর কাব্যই সয়, সাগ্রহে আঙুলের ভাঁজে
আজ তোমার মুঠোয়।


ভালো আছো? চিঠি পাইনি যেন বহু বহুকাল !
বিস্বাদ সময়ের জটিল আত্মকথন-গাঁথা।
ভাবছি আরশীকে ছুটি দেব তুমি এলে ,
ওর বাড়ী ফেরবার প্রয়োজন  , সে বিগতকালের কথা।