ভোরের জন্য অপেক্ষার ভেতর কোনো এক মমতা জাগে
সুনীল আকাশ ভরে  ধীরে সূর্যালোকের আবির রাঙা রাগে |
ভোরে, সে আলতো  আলোর কিরণ স্পর্শে যখন  আমায়
চমকে উঠি , সে আলোর ছোঁয়ায়, প্রাণের ছটায়, চেতনায় |
শামুক আমি ,  খোলসে আমার   শতাব্দী কালের  আঁধার  নিয়ত ধায়
শ্বাসের শব্দ  জল আনে তাও গভীর প্রাণের টানে  ,বাঁচবার মমতায় |
প্রবল হাসি, কান্না জলের ভেতর দিয়ে বাঁচে নিত্য  জীবন আমার
ভোরে তবু মনে পড়ে, নতুন খামে নতুন চিঠির, পড়বো আবার !