বর্ণমালা, একদিন  ঠিক দেখো মুছে যাবে সব বিসংবাদ |
তোমার  অক্ষর সাজাবেনা আর  ক্রমাগত ঘোর  বিষাদ |
উৎসমূল দিকনির্দেশ করবেনা আর কোনো বৈষম্যের
অনর্গল  চাটুকারিতায় ভরবেনা স্তবক আসন্ন নেতার |
তোমাকে উথলে ওঠা কিশোরীর সে ভরা কলসে দেখি
তোমাকে কচি  মুঠোয় ঝরা ফুলের ঘ্রানের ভেতর মাখি |
তোমার ভাষায় হাসি , বাজে  তোমার সুরেই বাঁশী
পাষান জীবন ক্রমাগত সুখ, দেখে দুঃখ সর্বগ্রাসী |
সাধ আছে তাই, সাধ্য যে নেই, তবুও ইচ্ছে জাগে
অরুন  আলোয়  নতুন প্রহর ভরছে  নতুন রাগে |
ভালো থেকো বর্ণমালা, জেনো নিশ্চিত আশ্বাসে
চাইছি তুমি ভালো থেকো, মম চূড়ান্ত  বিশ্বাসে |