আজকাল রাঁধতে গেলে খুব বাড়ির কথা মনে পড়ে,
আম্মা রাঁধতেন আলুর ডাল, ঝিঙের মাখামাখা ঝোল
বাংলা কি শিশুশ্রমের ফর্দ?
না অসুস্থ শিশুটিকে না দেখাবার দোহাই ?
বাংলা তুমি কোথায় রাখো, পকেটে ?
আর আমায় দেবে, বিদ্যে বুদ্ধি , সকেটে ?


বোধহয় বুঝি ।
বাড়ির চারপাশে একটা বেড়াল ঘুরঘুর করে,
একদিন খেতে দিয়েছি, খুব ভয়ে ভয়ে
বেড়াল আমি ভয় পাই যে!


বাংলা তো বাঘেদের কথা, ওটা দ্বিতীয় ভাগে
আগে তো প্রথম ভাগটাই শেষ হোক, দুমিনিট নীরবতায় ।


৩-১৬-২০২০