শাড়ীটির রং আকাশী  রঙের।  
বিস্তীর্ণ আকাশের পটভূমিতে  
আকাশী রঙের শাড়ী পড়া
একাকী একটি মেয়ে।
পুরো ব্যাপারটিতে
একধরণের বিষন্নতার ছোঁয়া আছে ,
কিন্তু এই মুহূর্তে সেটি নিয়ে এখন ভাবতে
ইচ্ছে করছে না একেবারেই।  


মৃত্যুর সমান্তরালে জীবনের সমারোহে ,
সম্ভারে সুশোভিত পৃথিবী, সেদিকে তাকিয়ে,
দেখে বাঁচতে ইচ্ছে করে
আরো এক দিনের জন্য ,
আরো এক পলের জন্য,
আরো এক বিন্দুতে
জমে থাকা সিন্ধুর মতো
আপাতক্ষুদ্র এই জীবনের বিশালতার জন্য।


তোমায় নিয়ে যাবো একদিন গভীর জলের মাঝে
জল যেখানে থমকে থাকে শান্ত টলটলে নীরবতা নিয়ে --
আজকাল অনেক কথার খেই হারিয়ে যায় ,
গতকাল হয়েই
বতর্মান ফিরছে
আগামী পরশুদিনের বাড়ী , সম্ভাবনায় মাখামাখি।


সেই খানেতেই নীলাঞ্জন আকাশের মেঘের সারি
ছুঁয়ে দেয় মেয়েটির শাড়ী।


যেখানে ভাবনারা বুড়ি ছুঁয়ে ছুঁয়ে ফেরে কোনো এক
প্রত্যাশিত ভালোবাসার বাহুডোরে।  


জুলাই ২৯, ২০২১