"সারাদিনের ফিরিস্তি দেবে এখন?"
"কেমন?"
"এই...কি করলে...কি শিখলে...."
"নতুন একটা শব্দ শিখেছি, একেবারে দাঁত ভাঙা !"
"কি সেটি ?"
"ডাইগ্লসিয়া  "
"ওমা! সে আবার কি ?"
"তুমি আর বাবা , ভিন্ন ভিন্ন পরিস্থিতি, "
"সেটা কি বাবা ?"
"বাবা যখন জুম্মার খুৎবায় তখন আর কাজের ছেলেটির সাথে তখন ,
তুমি নতুন শাড়ী এলে তখন, বাজারের ব্যাগ নিয়ে আমার সাথে তখন,
এ সব মিলে একই মানুষ যে ভিন্ন ভাষায় কথা বলে, সেটাই ডাইগ্লসিয়া ,"
"মারবো থাপ্পড়!"
"শুদ্ধ সংস্করণ ! বুঝলে তো !"