দীপ্তি হোক বিভাসিত তব  মুছিয়ে সকল গ্লানি
পাপ পুণ্যের হিসাব দেখো , তোমার সনেই মানি |
যদি বিবেক ডুকরে কাঁদে , কাঁদতে দিও ক্ষণেক
তোমার  রত্ন তোমারই  রবে , কমবে না তা অনেক |
আমার তোমার হিসেবে আজ গালভরা যে বুলির দায়
ফিরিয়ে নিও দিনের অন্তে প্রবল প্রতাপ তুলির সায়
সাগর যদি কালি হতো , কলম লিখে যেত
আমার প্রভুর প্রশস্তি  বাণী তবু না ফুরাতো |